কংগ্রেসের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে আহবান জানান প্রদেশ কংগ্রেসের উপ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সভায় আজ শনিবার বক্তব্য রাখেন তিনি। এতে দলীয় কর্মীদেরকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে আহবান জানান তিনি বিকেল সাড়ে ছয়টা নাগাদ। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃত্ব সহ বিশিষ্ট কার্য্যকর্তারা।