মানসিক রোগে আক্রান্ত হয়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে জখম করলো স্বামী দেওয়ানদিঘী থানার নিত্যানন্দপুর গ্রামের ঘটনা। ঘটনায় গুরুতর জখম মহিলাকে শনিবার দুপুর একটায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলো Bmch, জখম ঐমহিলার নাম মমিনা সেখ(৪৮) দেওয়ানদিঘী থানার নিত্যানন্দপুর গ্রামে বাড়ি। মানসিক ভারসাম্যহীন স্বামীর নাম হানিফ সেখ জানা গেছে এ দিন সকালে ১১ টায় বাড়িতে যখন কেউ ছিল না তখন হঠাৎ তার স্ত্রী মোমেনা সেখ এর উপর বটি নিয়ে চড়াও হয়।