শনিবার রাত আনুমানিক ৯ টা থেকে ৯-৩০ নাগাদ মেমারি থানার অন্তর্গত গোপ গন্তার ২ অঞ্চলের পাঁচখেয়া মোড়ে দুটো বাইকের মুখোমুখি ধাক্কায় ৩ জন আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে মেমারি থানায় খবর দিলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। দুজন ব্যক্তি গুরুতর আহত হওয়ায় তাঁদের বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। যদিও তাঁদের পরিচয় এখনো জানাযায়নি। অপর আহত ব্যক্তির নাম রাজকুমার মালিক, বাড়ি গুড়াপ।