বুধবার বিকেল চারটায় খয়রাশোলে বীরভূম জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদ মিছিল ও সভা। তিলপাড়া ব্রিজ সংস্কারের দাবিতে, বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবি এবং নানুরে ছাত্রী হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভায় বক্তব্য রাখেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা।