টোটো দৌরাত্ম্যে রাধানগর কলোনী তে দূর্ঘটনার শিকার সাইকেল আরোহী সহ পথ চলতি মানুষ। যেভাবে দিনের পর দিন টোটোর সংখ্যা বাড়ছে সেই ভাবেই প্রতিনিয়ত বাড়ছে টোটো দুর্ঘটনা, এরফলে আতঙ্কে পথ চলতি মানুষ। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ টোটো দৌরাত্ম্যে দুর্ঘটনার শিকার হয় এক সাইকেল আরোহী সহ বেশ কয়েকজন পথ চলতি মানুষ। ঘটনাটি ঘটে দিনহাটা রাধানগর কলোনি এলাকায়, জানা যায় একটি দাঁড়ানো টোটোকে নিয়ন্ত্রণ হারিয়ে স্বজোরে ধাক্কা মারে গিতালদহ থেকে দিনহাটামুখী একটি টোটো।