পাকা ড্রেন তৈরির কাজের সূচনা করলেন বিধায়ক। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সাহাগঞ্জ বড়ুয়া পাড়ায় জল নিকাশির ড্রেন ছিল না। এলাকাবাসীরা বিধায়ককে বিষয়টি জানিয়েছিলেন। এরপরেই বিধায়ক তার এলাকা উন্নয়নের তহবিলের টাকায় ওই এলাকায় পাকা ড্রেন তৈরি করার উদ্যোগ নেন। আজ সেই কাজের সূচনা করলেন তিনি।