বৃহস্পতিবার সকালে পাতনোরে ট্রাক্টর এর নিচে চাপা পড়ে ঘটনাথলে মৃত্যু এক নয় মাসের শিশুর। ঘটনায় শোকের ছায়া পরিবারে। দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এদিন দুপুরে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় মৃত শিশুর নাম মোঃ রাহিয়ান তার বয়স নয় বাড়ি ডালখোলা থানা দক্ষিণ পাতনোরএর ননগ্রামোর এলাকায়। পরিবারের দাবি এদিন সকালে হামাগুড়ি দিয়ে বাড়ির সামনে খেলতে খেলতে রাস্তায় চলে যায়, সেই সময় দুর্ঘটনাটি ঘটে