আসানসোলে নবনির্মিয়মান বাড়িতে তালা ভেঙে বাড়ির সামগ্রী চুরি, তদন্তে পুলিশ আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত আসানসোলের মহিশিলা কলোনির সবুজ পল্লীতে নবনির্মীয়মান বাড়িতে তালা ভেঙ্গে রাতের অন্ধকারে বাড়ির ফিটিং এর এবং ইলেকট্রিক ও মিস্ত্রির বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় এলাকায় চঞ্চল ছড়িয়ে পড়ে। এই বিষয়ে নির্মিয়মান বাড়ির মালিক রাজেশ বর্ণয়াল আজ সকাল ১১টায় জানান যখন সকালে নতুন বাড়ির কাজ করাতে আসি তখন দেখা যায় বাড়ির তালা ভাঙা এবং বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। ঘটনার খবর দেওয়া