১০৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলো ঠাকুমা। তা স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগে শতার্ধ বৃদ্ধের শেষ কৃত সম্পন্ন করলো নাতি-নাতনি সহ পরিবারের লোকেরা। বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনার স্বাক্ষী থাকলো হলদিবাড়ির খাড়িজা বেরুবাড়ি গ্রামের মানুষজন। বর্তমানে আধুনিক যুগে মানুষের আয়ু ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখানে দাঁড়িয়ে ওই বৃদ্ধা সেঞ্চুরি পার করে আরও আট বছর বেঁচে ছিলেন। এই জন্যই তার নাতি-নাতনি সহ পরিবারের সদস্যরা ব্যান্ড পার্টি নিয়ে, আতশবাজি ফাঁটিয়ে শ্মশান যাত্রায় অংশ নেয়।