ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় বেলিয়াবেড়া থানার মালিঞ্চা গ্রামের বাসিন্দা মৃত নৃপেন্দ্রনাথ নায়েক এর প্রভিডেন্ট ফান্ডের টাকা পেলেন তাঁর মেয়ে ও স্ত্রী। মঙ্গলবার বিকেলে মামলার নিষ্পত্তি হয়। জানা গিয়েছে, ২০১৯ সালে পথ দুর্ঘটনার মৃত হয় নৃপেন্দ্রনাথ নায়েকের। তিনি একটি কম্পিউটার সংস্থার অধীনে গোপীবল্লভপুর বিদ্যুৎ দপ্তরের কর্মী ছিলেন। তাঁর মৃত্যুর সাত বছর পরেও প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছেন না প্রভিডেন্ট ফান্ড সংস্থা।