কাশফুল ডাক দিয়েছে মা আসছে। খোয়াই কুমোর পাড়ায় দুর্গা মায়ের মূর্তি বানানোর কাজ জোর কদমে চলছে। এমনই দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পরল। নতুন করে দেখা গেল আলোর দিশারী কয়েক বছর যাবত 15 থেকে 16 জন মহিলারা দুর্গা মায়ের মূর্তি বানাচ্ছে। অন্যান্য মূর্তি পাড়া মায়ের মূর্তি বানানোর প্রস্তুতি চলছে।