মঙ্গলবার হুগলির শ্রীরামপুরের প্রভাসনগরে সুভাষ নগর হাউসিং কমপ্লেক্স ইউথ কমিটি আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ওনার MLA, MP সব চোর। প্রত্যেকদিন জেলে যাচ্ছে, মোবাইল একবার পুকুরে ফেলছে, খালে ফেলছে। যেকোনো নেতার বাড়িতে ঢুকে যান টাকার কারী আছে। অনাচারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে পশ্চিমবাংলা।