খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দেহটিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম ছানা দত্ত। পরিবারের তরফ থেকে জানা গেছে ওই বৃদ্ধ বেশ কয়েক মাস যাবত জটিল রোগে আক্রান্ত। চিকিৎসাও চলছিল তার। বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এবং বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে ।