শিশুভারতী আয়োজন করেছে সাব্রুম মহকুমায় শিশু উৎসবের। Child Fest 2025সকাল ১১ ২৪ আগস্ট রবিবার বেলা ১১ টা ঘটিকায় হরিনা বনকুল সড়কের পাশে অবস্থিত শিশু ভারতী প্রি-স্কুলে অনুষ্ঠিত হয় Child Fest 2025 2017 সাল থেকে শুরু হয় এই স্কুলের যাত্রা এই স্কুলের কর্নধার কবি ও লেখক জয় দেবনাথের উদ্যোগে আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠান। আজকের এই মুহুতি অনুষ্ঠানে উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাসভাধিপতি দিপক দত্ত,