জেন জি-র আন্দোলনে অশান্ত নেপাল। কার্ফু, সেনার টহল, আতঙ্কে গৃহবন্দি সিমলাপালের বিক্রমপুর পঞ্চায়েতের পুখুরিয়া গ্রামের অন্তত ২০ জন কাঁসা-পিতল শিল্পী। দুর্গাপুজোর আগে ফিরতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার-পরিজন। ভক্তপুরে কর্মরত মদনমোহন কর্মকার বলেন, “২০ বছর ধরে কাজ করছি, এমন পরিস্থিতি কখনও দেখিনি। কাজ বন্ধ, বাড়ির মধ্যে বন্দি।” অন্য শ্রমিক অজয় শীট জানালেন, ‘‘টিকিট কেটেও বাড়ি ফিরতে পারিনি।’’ তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রার্থনায় দিন কাটাচ্ছেন