বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় এক যুবক। ডুবে যাওয়া যুবকের নাম বিপদতারন দত্ত। বছর ৩০ এর তিরাট গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দুটোর সময় রানীগঞ্জ থানার তিরাট শ্মশান কালি মন্দির ঘাটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে আজ ৫ বন্ধু স্নান করতে গিয়েছিল। সেই সময় বিপতারন জলে নেমেয় তলিয়ে যায়। অন্য বন্ধুরা অনেক খোজাখুজি করে না পাওয়ায় বিষয় টি স্থানীয়দের জানায়। পরে খবর দেওয়া পুলিশক ও বিপর্যয় মোকাবিলার দলকে। ঘটনাস্থলে আসে