আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন। তার আগেই ফালাকাটায় ঘাসফুল শিবিরে ভাঙন ধরাল পদ্মফুল শিবির। সোমবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১৩৮ নাম্বার বুথে ৩৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। সেখানে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস,দলের ফালাকাটা বিধায়ক দীপক বর্মন,বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক,বিজেপির ফালাকাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক জয় সূত্রধর,দলের ফালাকাটা ২ নাম্বার মন্ডল সভাপতি রঞ্জন বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজেপির জেলা সভা