জামালপুর থানা জৌগ্রাম নুড়ি বেনেপুকুর পাড় এলাকায় দীর্ঘদিন ধরে রোগ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। মৃতের নাম রঞ্জিত কুমার বৈদ্য (৭০) জৌগ্রাম নুড়ি বেনেপুকুর পারে তার বাড়ি। তিনি দীর্ঘদিন ধরে অর্শ রোগে ভুগছিলেন সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ভোরে বাড়ির বাইরে আমগাছে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে তিনি ঝুলতে থাকেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে BMC মর্গে পাঠায় এদিন দুপুরে