ট্রেন সংখ্যা বৃদ্ধি হয়েছে বর্ধমান কাটোয়া শাখায়। আর সেই ট্রেনের চালককে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন বি,জে,পি পার্টির কর্মীরা। এই শুভেচ্ছা জানান শনিবার চারটে ত্রিশ মিনিটে ভাতার রেলস্টেশনে । কর্মীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেল দপ্তরকে ধন্যবাদ জানিয়ে রেল স্টেশন চত্বরে শ্লোগান দেন।