বাসন্তীতে নফরগঞ্জের স্বনির্ভর গোষ্ঠীর ভোটে জয়লাভের পর আনন্দ উল্লাসে মেতে উঠেছে, আবির খেলা ও মিষ্টি বিতরণ। বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার ১১ টার সময়,উপস্থিত ছিলেন নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি দুলাল মন্ডল। অঞ্চল কোর কমিটির সদস্য রমেশ মাঝি,উপ প্রধান অভিমন্যু মন্ডল,খাদ্যের কর্মাধ্যক্ষ সুষমা মন্ডল,,পঞ্চায়েত সদস্য সংকোচিত্র বায়েন,হিমাংশু মন্ডল। আবির মেখে আনন্দ উৎসবে মেতে উঠেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।