আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা,নিরাপত্তা ব্যবস্থা,যান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া এই বৈঠকের মাধ্যমে দুর্গাপূজা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।