মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার ৯১ তম তিরোধান দিবস পালিত হলো জি সি পি এর উদ্যোগে প্রান্তিক বাজার এলাকায়। মঙ্গলবার সকাল 11 টা নাগাদ জি সি পি এর উদ্যোগে বংশী বদন বর্মনের গোষ্ঠীর তরফেই প্রান্তিক বাজার এলাকায় জিসিপি এর পতাকা উত্তোলনের পাশাপাশি মনিষী ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় তার প্রয়াণ দিবসে। এদিন সেখানে উপস্থিত ছিলেন গ্