সোমবার রথের ডাঙ্গা রাস মেলার মাঠে ১৬ই আগস্ট খেলা দিবস উপলক্ষে শুরু হওয়া ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শীতলকুচি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে। অবশেষে শীতলকুচি গ্রাম পঞ্চায়েত ও ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এই ফাইনাল খেলায় ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত এক শুন্য গোলে জয়লাভ করে।