বলরামপুরের সালোনি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত একাধিক পরিবারের সদস্য।গ্রামের পানীয় জলের উৎস কুয়োর জল দূষিত হয়ে ডায়রিয়া হয়ে থাকতে পারে অনুমান গ্রামবাসীদের।গ্রামে দুটি নলকূপ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে।পানীয় জলের জন্য একটি গর্ত করে যা স্থানীয় ভাষায় চুয়া দাঁড়ি নামে পরিচিত সেখান থেকে জল এনে পানীয় জল হিসাবে ব্যবহার করছেন বলে জানান গ্রামবাসীরা।