বড়ঞা ব্লকের কান্দি মাস্টার প্ল্যান রক্ষার দাবিতে পথসভা করল কংগ্রেস নেতৃত্ব। বুধবার বড়ঞা ব্লকের বাহাদুরপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক, মহিলা সভা নেত্রী পারুল বিবি সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। বুধবার বিকেলে জানা গিয়েছে, কান্দি মাস্টার প্ল্যান বর্তমানে ভগ্নদশাই পরিণত হয়েছে। তাই অবৈধভাবে বালিঘাট ও BLRO অফিসে মাফিয়ারাজ সহ একাধিক দাবিতে ১৮ই আগষ্ট কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য এই পথসভা।