জলঢাকা নদীতে ভেসে গেলেন এসএসবি আধিকারিক, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানার অন্তর্গত জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় টহল চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পিলার নম্বর ২০-এর কাছে সীমান্ত টহলে বেরিয়ে ছিলেন সিবছু ক্যাম্পের ৪৬ ব্যাটেলিয়নের জওয়ানদের একটি দল। মোট ২১ জন সদস্য নিয়ে টহল চালানো হচ্ছিল। এই সময় এসএসবি-র এক আধিকারিক, সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) সমরেশ দাস নদী পার হওয়ার সময় খরস্রোতা পাহাড়ি স্রোতে ভেসে যান।