রায়গঞ্জের অভোর এলাকায় মাঠ থেকে প্রায় ১১ বস্তা মাখনা চুরি হয়ে যায়। মঙ্গলবার রায়গঞ্জ থানায় অভিযোগ করেন হরিশ্চন্দ্রপুরের কাওয়ামারি এলাকার কৃষক আবু কালামসহ কয়েকজন মিলে ২০–২৫ বিঘা জমিতে মাখনা চাষ করেছিলেন। চুরি হওয়া মাখনার বাজারমূল্য আনুমানিক ৮০–৯০ হাজার টাকা। ঘটনায় কৃষক রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তদন্ত শুরু করেছে পুলিশ।