ভবঘুরের অত্যাচারে অতিষ্ঠ বালুরঘাট খিদিরপুর শিব মন্দির এলাকার ব্যবসায়ীরা। শুক্রবার রাতে বালুরঘাট থানায় এনিয়ে এলাকাবাসী এবং এলাকার ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দায়ের করলেন ওই ভবঘুরের বিরুদ্ধে। নাম না জানা ওই ভবঘুরে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সমস্যা করছে বলেই অভিযোগ। কাউকে ভয় দেখিয়ে খাওয়ার নিয়ে যাচ্ছে। কাউকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। যা নিয়ে ভীতসন্ত্রস্ত এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা৷ ভবঘুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বালুরঘাট থানায় অভিযোগ জানিয়েছেন।