মানুষের সমস্যা আরো সহজে সমাধান করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেইমতো পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের পাকুরসেনি গ্রাম পঞ্চায়েতের কাটা গেড়িয়াতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হলো বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। এদিন প্রশাসনিক আধিকারিক রা গ্রাম মানুষের সমস্যা শোনেন এবং সমাধান করার আশ্বাস দেন।