বিশালাকৃতির পাইথন উদ্ধার হল পিরর গড়িয়া গ্রাম থেকে। রবিবার সকালে ১১ টা নাগাদ বন বিভাগের সূত্রে জানা যায় এদিন সকালে বাঘমুন্ডি থানা এলাকার কালিমাটি বিটের অন্তর্গত পিরর গড়িয়া গ্রাম থেকে বিশালাকৃতির পাইথন উদ্ধার করল বন কর্মীরা। গ্রামের একপাশে নজরে আসতেই গ্রামের মানুষজনের ভিড় জমায়। খবর দিলে কিছুক্ষণ পর বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণের প্রচেষ্টার পর পাইথনটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুয়ারসিনি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।