রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অবৈধ বালি পাচার রুখতে তৎপর হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। শনিবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধামড়ো এলাকায় ফের অভিযানে নামে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও ভূমি দফতর। বর্ষাকালে নদী থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা থাকলেও অভিযোগ, কংসাবতী নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে চলছিল বালি তোলা। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারওয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বালি খাদানের মালিককে।