শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দুই জায়গায় সোনার চেন ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে ফাটাপুকুর থেকে মূল অভিযুক্ত সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিত রায়, রাজেশ সিং এবং সঞ্জু গোয়ালা। গত ২৬ জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। তার কিছুদিন পর, ২৭ জুলাই চম্পাসরী এলাকাতেও একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয়।