This browser does not support the video element.
ইংরেজবাজার: খাসকোল হাই স্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ পর্বের সূচনা
English Bazar, Maldah | Sep 6, 2025
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ পর্বের শনিবার শুভ সূচনা হল মালদায়। এদিন মালদার ইংরেজবাজার ব্লকের খাসকোল হাইস্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ পর্বের সূচনার ছবি নজরে আসে। সাইকেল বিতরণ পর্বে হাজির ছিলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক রাণীব্রত দাস, খাসকোল হাইস্কুলের প্রধান শিক্ষক বোমকেশ সরকার সহ অন্যান্যরা।