আদালত পুলিশ সূত্রে জানা যায় পালিয়ে যাওয়া আসামীর নাম বিশা মন্ডল বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার সন্ধ্যা নতুন পাড়া এলাকায়। ওই যুবকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। কোতোয়ালি থানার পুলিশ গতকাল তাকে অ্যারেস্ট করে আর জেলা জজ আদালতে পেশ করে। জেলা জজ আদালতের এ জেলা থেকে পালিয়ে যায় ওই আসামি। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।