পুরুলিয়া শহরে ৫ নাম্বার ওয়ার্ডে একটি বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির একটি দল আজ সকাল থেকে তল্লাশি শুরু করেন। স্থানীয় সূত্রের খবর এই বাড়িটি শুভময় মঙ্গলের এই ভদ্র লোকটির তিন বোন রয়েছেন তিন বোনের বিয়ে হয়েগে তবে তিন বোন শিক্ষিকা। আজ ভোর থেকেই এই বাড়িতে তল্লাসি শুরু হয় তবে কি কারণে এই কেন্দ্রীয় এজেন্সির তল্লাসি তা এখন পষ্ঠ নয়।