আদিবাসীদের উপর অন্যায়, নির্যাতনের বিরুদ্ধে বৃহস্পতিবার বান্দোয়ানে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি জমা কর্মসূচি। এদিন বান্দোয়ানের মাংলা ফুটবল ময়দান থেকে মিছিল শুরু হয়, গোটা বান্দোয়ান শহর মিছিল করার পর বৃষ্টিকে উপেক্ষা করেই চকবাজারে হয় পথসভা। পাশাপাশি বান্দোয়ান ব্লক হাসপাতাল,থানা ও ব্লক অফিসে স্মারকলিপি জমা করেন তারা।