মা ও ছেলের অস্বাভাবিক মৃত্যুতে রাজনগরের গাংমুড়ি গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থগিত রাখা হলো। রাজনগরের গাঙমুড়ি গ্রামের বাগদীপাড়ায় এক গৃহবধূ নিজে কার্বলিক এসিড খেয়ে, তার ৮ বছরের একমাত্র সন্তানকেও খাইয়ে দেন , বলে জানান মৃতদের পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ। পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সাহায্যে তড়িঘড়ি রাজনগর হাসপাতালে ওই দুজনকে নিয়ে যান। এরপর সেখান থেকে সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে তাদের রেফার করা হয়