শনিবার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন দুপুর প্রায় ২ টা নাগাদ কর্মসূচি পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল। উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। নানা রকম অভিযোগ ও অভাব-অভিযোগ নিয়ে সাধারণ মানুষ বিধায়কের সামনে সরব হন। সেগুলি তিনি মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি আশ্বাস দেন দ্রুত সমাধানের। বিধায়কের এই পরিদর্শনে স্থানীয়দের মধ্যে যথেষ্ট সাড়া পড়ে।