জমিতে কাজ করতে গিয়ে চিতাবাঘের হানায় আহত এক ব্যক্তি।রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়াকুঠী গ্রাম পঞ্চায়েতের গারখুটা এলাকায়।আহত ব্যক্তির নাম আমাতু রায়।জানা যায় এদিন জঙ্গল লাগোয়া এলাকায় জমিতে পাট তোলার কাজ করছিল আমাতু।সেই সময় পাশ্ববর্তী গধেয়াকুঠী জঙ্গল থেকে একটি চিতাবাঘ এসে আচমকাই আমাতুর উপর হামলা চালায়।চিতাবাঘের হানায় হাতে আঘাত লাগে।পরবর্তীতে পরিবারের সদস্যরা দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে।