আলিপুরদুয়ার -১ ব্লকে ৬ কোটি ৮০ লক্ষ টাকায় তৈরি হবে ১৬ টি রাস্তা।রবিবার দুগাপুজোর ষষ্ঠীর দিন এমনই খবর জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ আলিপুরদুয়ার শহরে প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিধায়ক।ব্লকের বিভিন্ন অঞ্চলে এই রাস্তা গুলো তৈরি হবে। বেশিরভাগ রাস্তাই রয়েছে কংক্রিটের।