মঙ্গলকোট থানার দূ্রমুটগ্রামে টিউশন পড়তে গিয়ে অজানা কিছুর কামড়ে মৃত্যু হল পড়ুয়ার। মৃতের নাম রোজিনা খাতুন (১১) দূরমুট গ্রামে তার বাড়ি। মৃতের বাবা রাজু সেখ জানান গত রবিবার টিউশন পড়তে গিয়েছিল গ্রামে সেখানেই তাকে অজানা কিছু কামড়ে দেয় তারপর থেকে সে অসুস্থ হতে থাকলে তাকে প্রথম শ্রীখন্ড হাসপাতালে ও পরে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাকে Bmch এ নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়