অসহায় সংখ্যালঘু গৃহবধূ রুছিয়া খাতুন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। বিশালগড় থানার পুলিশের হয়রানির শিকার এই গৃহবধূ । তার বাড়ি সোনামুড়া থানা অন্তর্গত রাঙ্গামাটি পঞ্চায়েতের বেরীপাড়া এলাকায়। তিনি একটি বলের ও পিকআপ গাড়ি ক্রয় করেছিলেন ২০২১ সালে ৯ জানুয়ারি। গাড়িটির নম্বর টি আর ৮- 1507 যেইদিন গাড়িটি ক্রয় করে বাড়ির সামনে রেখেছ