দিনহাটা দুই নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় "আমাদের পাড়া আমাদের সমাধান" প্রকল্পের বিশেষ শিবির পরিদর্শনে এলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত দুটি পৃথক জায়গায় শিবির পরিদর্শন করেন তিনি। দিনহাটা ২ নম্বর ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে ও চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারীতে এই শিবির দুটি আয়োজিত হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত।