বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্য গুলি তে অত্যাচারের বিরুদ্ধে গোয়ালপোখর থানার পানজিপাড়া এলাকায় বিক্ষোভ তৃণমূলের , শনিবার উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ শতাধিক তৃণমূল কর্মীরা , এদিন প্রথমে মিছিল বের করেন তারা মিছিলটি ইলাহী বাক্স হাইস্কুল থেকে বের করে পানজিপাড়া বাজার পর্যন্ত জায় , সেখানে পথ সভার আয়োজন করা হয় , পথ সভায় বক্তব্যের মাধ্যমে কেন্দ্র সরকার ও বিজেপির উপর ক্ষোভ উগরে দেন মন্ত্রী গোলাম রাব্বানী ,