অভিযুক্ত যুবকের নাম মিঠুন পাল,বাড়ি স্বরূপগঞ্জ পঞ্চায়েতের মহেশগঞ্জ হাসপাতাল বাগানেপাড়া এলাকায়,অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযুক্তকে মহেশগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ,সূত্রের খবর অভিযুক্ত তার বৃদ্ধা মার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করায় মা ও বড় বৌদির উপর চড়াও হয়,প্রতিবেশী অলোক চক্রবর্তী ২জনকে বাঁচাতে এলেতাকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।