হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল প্রকৃত মালিকরা।সম্প্রতি পুরুলিয়া জেলা পুলিশ "প্রাপ্তি" প্রকল্পের মাধ্যমে ৫৪০ টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফেরানোর কথা জানায়। শনিবার দুপুর ১২ টা নাগাদ সেই ৫৪০ টি মোবাইলের মধ্যে ৪০টি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেয় বান্দোয়ান থানার পুলিশ।