খাস কল্যাণপুর স্কুলের দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। শুবম শীল ও অভিজিৎ দাস এই বিবাদকে কেন্দ্র করে অভিজিৎ দাস এ ঘটনাটি তার অভিভাবককে জানায়। অভিভাবকরা এসে বিদ্যালয়ে প্রবেশ করে শুভম শীলকে বিদ্যালয়ের মধ্যে বেধড়ক মারধর করে গুরুতরভাবে জখম করে। কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। অবস্থা গুরুতর দেখে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।