ওরা কেউ স্কুল আবার কেউ কলেজ পড়ুয়া। স্কুল কলেজ শেষ হতেই ওরা বইয়ের ব্যাগ নামিয়ে কেউ বসছে নকশার টেবিলে, কেউবা হাতে তুলছেন শোলার কাজ। বাড়ির গৃহবধূরাও সংসারের ফাঁকে যোগ দিচ্ছেন এই কাজে। কারণ, দুর্গাপুজো শুধু আনন্দ নয়, এই সময় সংসারে বাড়তি খরচের বাড়তি চাপ থাকে। নতুন জামাকাপড়, উপহার বা সংসারের প্রয়োজনীয় জিনিস সব কিছুর জন্যই দরকার বাড়তি টাকা। বালুরঘাট শহরে ব্রিজকালী সহ একাধিক জায়গায় চলছে জমজমাট কারুকার্যের ব্যস্ততা।