পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ওয়ালে হলদি নদীর পাড়ে বালির খাদানে খেলতে গিয়ে পা পিছলে পড়ে যায় সাত বছরের নাবালিকা পিংকি সিং তাকে উদ্ধার করতে গিয়ে তার দিদিও বালি খাদানে পড়ে যায়, দুই বোনের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে পিংকিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা |বিজেপির অভিযোগ তৃণমূল স্তরের নেতারা অবৈধ বালি খাদান করেছে |তৃণমূলের বক্তব্য পঞ্চায়েত বিজেপির এমএলএ এমপি বিজেপির বালি খাদান হলে সেটাও বিজেপি মদতে হয়েছে তৃণমূল এ কাজে যুক্ত নয়