IFA পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় শনিবার রানাঘাট স্টেডিয়ামে পরস্পরের প্রতিদ্বন্দ্বীতা করতে মাঠে নামে টালিগঞ্জ অগ্রগামী এবং বেঙ্গল ফুটবল একাডেমি। আর শনিবারের এই খেলায় বেঙ্গল ফুটবল একাডেমী 1/0গোলের ব্যবধানে পরাজিত করলো টালিগঞ্জ অগ্রগামীকে। এদিন খেলার প্রথমার্ধে ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের 24 মিনিটে বেঙ্গল ফুটবল একাডেমীর হয়ে খেলার একমাত্র জয় সূচক গোলটি করেন আমিনুদ্দিন খান। এদিনের খেলায় আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে বেঙ্গল ফু